শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবস। ঠিক ৪৫ বছর আগে ১৯৭৪ সালের ৫ই জুন এই দিনটিতে প্রথম পালিত হয়েছিল আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবস। সেই থেকে প্রতিবছর এই দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত করা হয়। তাই এই বিশেষ দিনে পরিবেশকে সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ নিলো পুরাতন মালদা সাহাপুর ছাতিয়ান মোড়ের সঞ্জীবনী নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তারা এদিন শহরের তাঁতি পাড়া ময়দান এবং মঙ্গলবাড়ী ব্রিজ মাঠে সাফাই অভিযান চালায়। সঙ্গে বৃক্ষরোপণ সূচিও পালন করে। তাঁরা জানিয়েছে, প্রতিবছর এই দিনটি আমরা উদযাপিত করে এসেছি। এবং ভবিষ্যতেও করব। পরিবেশের যত্ন নেওয়া মানে আমাদের প্রত্যেকের যত্ন নেওয়া। এমনকি পরিবেশকে সবুজ রাখা উচিত যার ফলে আমার আপনার সকলের স্বাস্থ্য সবল থাকবে। এ প্রসঙ্গে ওই স্বেচ্ছাসেবী সংস্থার ভাইস প্রেসিডেন্ট কি জানিয়েছেন শুনে নেব।