স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ জওয়ান রাজেশ ওরাং এর স্মৃতির উদ্দেশ্যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভারত-চীন সীমান্তে গালওয়ানে শহীদ হওয়া বীরভূমের বীরপুত্র রাজেশ ওরাং। তাঁর স্মৃতিতে শনিবার একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতাটি করা হয় রাজেশ ওরাং এর সমাধিস্থলের সামনে মহঃবাজারের বেলগড়িয়া গ্রামে। রাজেশের পরিবারের সদস্যরা এই প্রতিযোগিতার সূচনা করেন। প্রতিযোগিতা সূচনার আগে রাজেশের ছবিতে মাল্যদান করা হয় এবং তাকে শ্রদ্ধা জানানো হয়।