চতুর্থ পর্যায়ের কড়া লকডাউনে প্রশাসন চারদিকে কড়াকড়ি নজরদারি চালাচ্ছে। কিন্তু তার উল্টো ছবি দেখা গেলো বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত সালবাদরা পাথরশিল্প অঞ্চলে। চলছে পাথর লোডিং। ঢুকছে বেরোচ্ছে গাড়ি । প্রতিদিনের মতোই নিয়মিত চলছে গাড়িতে পাথর বোঝাই। তবে রাস্তায় রয়েছে বিভিন্ন থানার পুলিশ সিভিক ভলিন্টিয়ার। তাও কিভাবে চলছে গাড়ি জনসাধারণের প্রশ্ন প্রশাসনের কাছে? গ্রামগঞ্জে যখন ছোটখাটো দোকান সমস্ত কিছু বন্ধ তখন কিভাবে চলছে এত এত গাড়ি। পুলিশ ও সিভিক ভলিন্টিয়ারদের কাছে জানতে চাইলে তারা জানায় অনুমতি আছে গাড়ি চালানোর। যেখানে সরকার ঘোষণা করেছে পণ্যবাহী দ্রব্যের গাড়ি ছাড়া কোন গাড়ি চলবেনা সেখানে কি করে চলছে এই সমস্ত গাড়ি।