সাপ্তাহিক দুদিন লকডাউনে বৃহস্পতিবারের মতো শুক্রবার ও লক ডাউন সফল করতে তৎপর পুলিশ। এদিন মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশের পক্ষ থেকে সকাল থেকেই চলছে নাকা চেকিং এবং কড়া নজরদারি । প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে বৃষ্টি মাথায় নিয়ে লক ডাউনে কর্মরত ছিলেন কান্দি থানার পুলিশ প্রশাসন। লক ডাউন সফল করতে এবং অযথা যাতে সাধারণ মানুষ না বের হন তার জন্য সাধারণ মানুষ সজাগ ও সতর্ক করেছেন তারা। শুক্রবার সকাল থেকেই কান্দি বাসস্ট্যান্ডে সহ মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় চলছে কড়া নজরদারি । যদিও কান্দি থানা এলাকায় লক ডাউন অমান্য কারার জন্য কাওকে আটক করা হয়নি, এমনটাই জানা গিয়েছে পুলিশ প্রশাসন পক্ষ থেকে।