ভাদ্রের রোদে চাঁদি ফাটছে।ভ্যাপসা গরমে ঘেমে নেয়ে অস্বস্তিকর অবস্থা।এর মধ্যে রাস্তায় নেমে লকডাউনে ডিউটি করছেন পুলিশ কর্মিরা।চন্দননগর কমিশনারেট এলাকায় লকডাউন ভাঙলে কড়া হতে দেখা যাচ্ছে পুলিশকে।রাস্তার মোড়ে নাকা চেকিং চলছে গরমকে উপেক্ষা করে।দোকান পাট সবকিছু বন্ধ।এর মধ্যে পুলিশের পাশে দাঁড়াতে দেখা গেলো চুঁচুড়ার এক যুবককে।পুলিশের জন্য চা জল নিয়ে বেরিয়ে পরেছেন গোপাল ঘোষাল ওরফে অপু।চুঁচুড়ার বাসিন্দা অপু বাড়িতে চা বানিয়ে কনটেনারে ভরে বেরিয়ে পরেন।বিস্কুট, জলের বোতল আর লিকার চা তুলে দেন পুলিশ কর্মিদের হাতে।ব্যান্ডেল-হুগলি মোড়,খাদিনামোর যেখানেই পুলিশ ডিউটি করছে সেখানে গাড়ি থামিয়ে চা জল বিলি করেন অপু।