করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে তৃতীয় দফায় লকডাউন। মারণ ভাইরাসের সাথে লড়তে আজ ঘরবন্দি সাধারণ মানুষ। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে Dream Restart স্বেচ্ছাসেবী সংস্থা। এই লকডাউনে যাতে মানুষ বাড়িতে থাকে, তাই ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মানুষের বাড়িতে পৌছে দিচ্ছে এই সংস্থা। বিনামূল্যেই হোম ডেলিভারি করা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। মানুষের পাশাপাশি রাস্তার অবহেলিত সারমেয়দের জন্যও নিত্যদিন খাবারের ব্যবস্থাও করেছে Dream Restart। এছাড়াও রায়চক কালীচরণপুর ও আমতলা চন্ডীতলা এলাকায় ২০০ শিশুদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। পাশাপাশি রবিবার ১৫০ জন দুঃস্থ মানুষের হাতে প্রয়োজনীয় সবজি তুলে দেওয়া হয়। লকডাউনের পর থেকেই সাধারণ মানুষের পাশে এভাবেই দাঁড়িয়েছে Dream Restart।