সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েতে সোমবার সপ্তাহের প্রথম দিনে রাজ্য সরকারের লকডাউন না মেনে দিব্বি পঞ্চায়েতের কার্যালয় খুলে রেখে সালিসি সভা করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর।এলাকাবাসীর অভিযোগ প্রশাসন যখন বলছেন লকডাউনে ঘরে থাকুন সুস্থ থাকুন ।ঠিক এই সময় হুগলির নসিবপুর পঞ্চায়েতের গিয়ে দেখা গেল অন্য ছবি । কার্যালয় খুলে রেখে সালিসি সভা করলেন নসিবপুর পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েতের সদস্যরা।লক ডাউনে যেখানে হুগলি জেলার বিভিন্ন জায়গায় পুলিশকে দেখা গেল অতিসক্রিয় ভূমিকায়। সাধারণ মানুষ রাস্তায় বেড়োলেই পড়তে হচ্ছে পুলিশের শাস্তির মুখে,সেখানে নসিবপুর পঞ্চায়েতের লক ডাউনের দিন সালিশি সভা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।পঞ্চায়েত সূত্রে খবর বহু দিনের সমস্যা মিটমাট করা হচ্ছে। পঞ্চায়েত খোলা রাখা নিয়ে বলেন লকডাউনে ওটা কোন কথা নয়। পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। এক পরিবারের গন্ডগোল হচ্ছিল সেই কারনে বসিয়ে সমাধান করার চেষ্টা চলছে। জনগনের সার্থে এটা আমাদের করতে হচ্ছে।