নিজস্ব সংবাদদাতা : ওরা এই মুহূর্তে সবচেয়ে বেশি অসহায়। করোনার করাল থাবায় দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু এই লকডাউনে ওদের জঠর জ্বালা কিছুতেই মেটেনি। তারা দিন আনা দিন খাওয়া মানুষ। লকডাউনের জেরে বন্ধ রুজি রোজগার। সরকারের পক্ষ থেকে একাধিক ব্যাবস্থা নেওয়া হলেও তা পৌঁছাচ্ছে না সকলের কাছে।
এরই মধ্যে দু চারজন এসে যৎসামান্য পাশে দাঁড়াচ্ছেন ঠিকই। তবে তার পরিবর্তে যে সাহায্যের নামে ছবি তুলছেন এবং সোসাল মিডিয়ায় পোষ্ট করছেন তাতে সামাজিক ভাবে বিপন্ন বোধ করছেন এই অসহায় মানুষেরা। কারন সম্মান ওঁদেরও আছে । শুধু আজ করোনা পরিস্থিতির শিকার ওরা,এই যা। বিষয়টি মাথায় রেখে এবার গোপনে এগিয়ে এলেন এক ব্যবসায়ী।
সকলের অলক্ষ্যে নিজের সাধ্যমতো অর্থ খামে করে পৌঁছে দিলেন বাড়ি বাড়ি। ঘটনাটি ঘটেছে হাওড়ার এন ডি কলেজ সংলগ্ন এলাকায়। ব্যবসায়ীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকালেই। এই সাহায্য পেয়ে স্বভাবতই খুশি স্থানীয় মানুষেরা।