কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান ,ইতিমধ্যে সমস্ত বোরোতে শুরু করা হবে রাপিড সার্ভিলেন্স অর্থাৎ করোণা আবহে লকডাউন থাকার দরুন কলকাতা পুরসভার কর্মীরা কাজে আসতে পারছিল না তার জেরেই বিভিন্ন এলাকায় চেকিং করা সম্ভব ছিল না। তবে ইতিমধ্যেই ৯৯ শতাংশ কর্মী পুরসভায় যোগদান করেছে এবং ফুল ফেসে শুরু হয়েছে কাজ অর্থাৎ এবার থেকে বিভিন্ন এলাকায় এলাকায় ডেঙ্গু অভিযান এর কাজ চলবে এছাড়া বোরোগুলিতে বৈঠক করা হচ্ছে। ৬ নম্বর বোরোতে খুব শীঘ্রই একটি বৈঠক করা হবে। কলকাতা পুরসভা থেকে একটি টিম এবার শুধু এলাকায় এলাকায় ও বোরোতেই নয় কলকাতার বিভিন্ন নামজাদা রেস্তোরাঁগুলোতে ইতিমধ্যেই ডেঙ্গু অভিযানের কাজ শুরু করা হয়েছে । তিনি এও জানান ইতিমধ্যে এলাকা পরিদর্শন এর সাথে সাথে রাপিড সার্ভিলেন্সের কাজ হবে এমনটাই জানালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ ।