কান্দি গোকর্ণ ঘোষবাসপুর রাজ্য সড়কের বেহাল দশা হয়ে পড়ে রয়েছে বহুদিন। প্রশাসনকে জানানো সত্বেও কোন কর্ণপাত করেনি। রাস্তা সারাইয়ের দাবিতে বুধবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করে গ্রামবাসীরা এবং ছাত্র ও ছাত্রীরা। এলাকাবাসীর দাবি রাস্তা দুর্দশাগ্রস্ত হওয়ায় তারা সমস্যায় পড়েছেন। তবুও কোন পদক্ষেপ নেওয়া হয়নি সরকারের তরফ থেকে।
https://www.youtube.com/watch?v=SsMqv7Nj9Gg