মুর্শিদাবাদে কান্দি রাজ্য সড়কের বেহাল দশা হয়ে রয়েছে বহুদিন। তবুও হুঁশ নেই প্রশাসনের। স্থানীয়দের অভিযোগ, কান্দি থেকে কাটোয়া যাওয়ার রাস্তা খারাপ হওয়ায় কাটোয়া যেতে সময় লাগছে বেশী। এমনকি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সময় বেশী লাগার কারণে অনেক সময় অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু হচ্ছে। তাদের দাবি রাস্তা যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা মেরামত না হলে গাড়ি চালকেরা আর পরিষেবা দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসনকে।