নিজস্ব প্রতিনিধি, নদিয়াঃ বিশ্ব থেকে সারা ভারত বর্ষ জুড়ে চলছে এক মহামারীর বড় বিপর্যয় করোনা ভাইরাস । করোনা ভাইরাসকে প্রতিরোধ করবার জন্য যখন সারাদেশ জুড়ে লক ডাউনের পাশাপাশি রাজ্যের সাথে নদিয়ার রানাঘাটেও এই ঘর বন্দি মানুষজনকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন কেন্দ্র রাজ্য সরকার।
ঠিক সেই সময় নদিয়ার রানাঘাট আনুলিয়াতে লক ডাউনের নিয়ম ভংগ করায় দুই যুবককে হাতে নাতে ধরে রানাঘাট থানার পুলিশ কান ধরে উঠবোস করালো। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
দরিদ্র মানুষ গুলোর পাশে এসে দাঁড়িয়েছে বারাসাত এর একটি সেচ্ছা সেবী সংস্থা Angels For The Angels .
2 thoughts on “রানাঘাটে লক ডাউনের নিয়ম ভংগ করায় কান ধরে উঠবোস করালো পুলিশ, দেখুন সেই ছবি”