করোনা আবহে এবার রানাঘাটের চুর্নী নদীর ঘাটে ‘করোনা’ পুজো করলেন মহিলারা। সারা বিশ্ব যখন এই মহামারী দিনকে দিন ভয়ংকর রুপ ধারন করছে, ঠিক সেই সময় কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে ‘করোনা’ পুজো। সেইমতোই রানাঘাটের বেশকিছু বাড়ির গৃহবধূরা গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করলেন করোনা ব্যাধি মুক্ত করে দেশের সকল মানুষকে সুস্থ এবং স্বাভাবিক রাখার। সেই সাথে সাথে সকল কর্মহীন মানুষেরা যেন কর্মসংস্থান ফিরে পায় সেই আশাতেই এই পুজো বলে জানান তারা। এদিন তারা করোনা ভাইরাস মুক্ত শান্ত গঙ্গা জলের মত পবিত্র হয়ে শুদ্ধ হয়ে যাবারও কামনা করেন রানাঘাট ছোটবাজার চুর্নীর ঘাটে। যদিও এই ‘করোনা’ পুজোর যৌক্তিকতা নিয়ে নানান তরজা শুরু হয়েছে বিভিন্ন মহলে।