পাক জঙ্গী সংগঠন লস্কর-ই-তৈইবার সদস্য তানিয়া পারভিনকে শুক্রবার আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে নিল এনআইএ। গত ১৮ মার্চ রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করার পর এপ্রিল মাসে এনআইএ নিজেদের হেফাজতে নেয় তানিয়াকে। শুক্রবার আবারো আদালত তানিয়াকে দশদিনের এনআইএ হেফাজতে থাকার নির্দেশ দেয়। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক সাধারণ ঘরের মেয়ে তানিয়া। কিভাবে পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত হলো। তা জানতে পারলে এই সংগঠনের মূল কোথায় তা জানা যাবে এমনটাই মত এনআইএ আধিকারিকের। এদিকে করোনার কারণে অভিযুক্তকে আদালতে হাজির না করলেও দমদম সংশোধনাগার থেকে ভিডিও কনফারেন্সে আদালতে শুনানি হয়।
