দীর্ঘ টানাপোড়েনর পর অবশেষে খুলেছে তারাপীঠে মা তারার মন্দির। আগামী ২৩ তারিখ মঙ্গলবার অর্থাৎ রথযাত্রার দিন থেকে মন্দিরের দরজা খুলে দেওয়া হচ্ছে সর্বসাধারণের জন্য। তবে এবার বন্ধ থাকছে তারাপীঠের রথযাত্রা। মন্দির কমিটির তরফে এমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্দির খুললেও মা তারাকে স্পর্শ করা যাবে না। পাশাপাশি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেওয়া যাবে না বলেও নিষেধাজ্ঞা জারি করেছে মন্দির কমিটি। মন্দির কমিটি সূত্রে খবর, মন্দির খোলার পর আগত দর্শনার্থীদের মেনে চলতে হবে স্বাস্থ্য সর্ম্পকিত কিছু বিধিনিষেধ। যেমন আগাত সকল দর্শনার্থীদের মুখে মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ শরীরের তাপমাত্রা পরীক্ষা করিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। সেই জন্য মন্দির চত্ত্বরে করা হয়েছে মেডিকেল ক্যাম্প। পাশাপাশি মানতে হবে সামাজিক দূরত্ব সহ সমস্ত রকম সরকারি বিধিনিষেধ। উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরে প্রায় ৯৩ দিন বন্ধ ছিল তারাপীঠ মন্দির। সরকারি বিধিনিষেধ মেনেই অবশেষে খুলছে মা তারার মন্দির।