নিজস্ব সংবাদদাতা, কমল দত্ত,নদিয়াঃ সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি এবার রানাঘাট মহকুমা হাসপাতালের ব্ল্যাড ব্যাংকে রক্ত সংকট কাটাতে এগিয়ে এল আনুলিয়া কায়েতপাড়া নবীন সংঘ ক্লাবের সদস্যরা। লক ডাউনে কার্জ্যত এখানকার গ্রামের মানুষজন কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়েছিলেন তাদের পাশে থাকার জন্য ক্লাবের পক্ষ্য থেকে কোন সময় আর্থিক সহায়তা প্রদান আবার কখনও কর্মহীন পরিবারের হাতে তুলে দিয়েছেন খাদ্যসামগ্রী। এবার রাজ্যের এই মহামারির কবলে আটকে পড়া মানুষজনদের কথা ও মুমুর্ষ রোগীর প্রান বাচাতে রক্তের ঘাটতি মেটাতে তারা বুধবার সকালে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করেন।এদিন রানাঘাট মহকুমা হাসপাতালের ব্ল্যাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহকারী কর্মীরা এসে তাদের রক্ত সংগ্রহ করেন।এদিন ওই এলাকার প্রায় ৩০ জন রক্তদাতা রক্তদান করতে সক্ষম হন।শুরুতেই এক গৃহবধু রক্ত দান করতে ছুটে আসেন।উপস্থিত হয়েছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য,সাংবাদিক সফিকুল ইসলাম,শিক্ষক সুজিত মাস্টার ও অন্যন্য বিশিস্টব্যক্তি।
