রক্তদান একটি মহৎ দান।আর এই দানের মাধ্যমে মানুষের জীবন বাঁচে। কোনো ব্যক্তির স্বেচ্ছায় দেওয়া রক্তের বিনিময়ে একজন মূহূর্ষ রোগীর জীবন রক্ষা পায়। বর্তমান করোনা আবহে নদিয়া জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করে মূহূর্ষ রোগীর জীবন বাঁচাতে এগিয়ে এল “ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি নদিয়ার হাসখালি ব্লকের বগুলা ইউনিট” যার উদ্যোগে শনিবার বগুলা হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত হল রক্ত দান শিবির। এই শিবিরে সংগঠনের ভাইস চেয়ারম্যান ডঃ অতিন্দ্রনাথ মন্ডল এবং সংগঠনের অন্যান্য সদস্যদের উপস্থিতের পাশাপাশি এলাকার বিধায়ক সমির পোদ্দার, নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ অপরেশ বন্দোপাধ্যায় ও জেলা হাসপাতালের সুপার সচিন্দ্রনাথ সরকার, হাঁসখালি ব্লকের সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল পাৎসা সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ১৪৩ জন রক্ত দাঁতা স্বেচ্ছায় তাদের রক্ত দান করেন। লক ডাউনে সামাজিক দূরত্ব ও সরকারি বিধি নিষেধ মেনেই এই শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোগতাদের পক্ষ্য থেকে লক ডাউনে নিরন্ন কর্মহীন মানুষদের এতদিন কমিউনিটি কিচেনের মাধ্যমে প্রতিদিনিই প্রায় হাজার হাজার মানুষজনকে রান্না করা খাবার তুলে দিয়েছেন।এবার সুন্দরবনের বির্ধস্ত এলাকায় মানুষদের জন্য ওই কিচেন তৈরী হবে বলে জানান তারা।