শুধু খবর সংগ্রহ নয়, এবার রক্তদানে ব্রতী হলেন কৃষ্ণনগর প্রেস ক্লাবের সদস্যরা। একদিকে লক ডাউন আর অন্যদিকে করোনা ভাইরাসের মোকাবিলায় প্রতিনিয়ত যোদ্ধারা সাধারন মানুষের পাশে দাড়াচ্ছেন।এবার নদিয়ার কৃষ্ণনগর প্রেস ক্লাবের উদ্যোগে গ্রীষ্মকালীন রক্ত সংকট কাটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হল। রবিবার এই রক্তদান শিবিরের আয়োজন হয় কৃষ্ণনগর রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে। এই আয়োজনে উপস্থিত জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৫০ জন রক্তদাতা। সাংবাদিক বন্ধুরা তাদের মুল্যবান রক্ত দান করতে সক্ষম হন। প্রসঙ্গত, নদিয়ার কৃষ্ণনগর প্রেস ক্লাব করোনা মোকাবিলায় বিভিন্ন এলাকায় গিয়ে খাদ্যসামগ্রীর পাশাপাশি রান্না করা খাবার প্রদান করেছেন অসহায় কর্মহীন মানুষদের।