দেশে বেড়েই চলেছে করণা সংক্রমণ। এই পরিস্থিতিতে যোগার গুরুত্ব অপরিসীম। রবিবার আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল বারাসাতে। বারাসাত তিন নম্বর ওয়ার্ডে বিজেপির উত্তর-পূর্ব মন্ডলের পক্ষ থেকে পালিত হল বিশ্ব যোগা দিবস। এদিন সামাজিক দুরত্ব বজায় রেখেই যোগ দিবস পালন করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রশিক্ষক সুমন দাশগুপ্তর উপস্থিতিতে যোগ দিবস পালন করা হয়। তাদের বার্তা, যোগের মাধ্যমে রোগ মুক্তি। যোগা ছাড়া কারোর গতি নেই।