করোনা নিয়ে সতর্ক থাকার আবেদন জানিয়ে সাধারণ মানুষের থার্মাল স্ক্রিনিং করেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শনিবার কান্দি শহরের কলাবাগান মোড় থেকে কান্দি বাস স্ট্যান্ড পর্যন্ত পথচলতি মানুষের থার্মাল স্ক্রিনিং করে তাদের মাক্স বিতরণ করেন তিনি। তিনি বলেন, অন্যান্য দেশে যখন করোনা সংক্রমণ কমছে তখন লকডাউন উঠেছে। আর ভারতবর্ষে ঠিক তার উল্টো, যখন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তখন লকডাউন উঠছে। তিনি আরও জানান, “মুখ্যমন্ত্রী চাইলে আমাকে কোয়ারেন্টাইনে রাখতে পারেন।”