জোর কদমে চলছে মাঝেরহাট পর্যন্ত মেট্রোর নির্মাণ কাজ। আত্মনির্ভর প্রকল্পে প্রথম কাজ শুরু হয়েছে কলকাতা থেকে। আর তার সাথেই শুরু হয়ে গেছে জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পে লাইন পাতার কাজ।মাঝেরহাট সেতুর কাছে বানানো হল নয়া পিলার।সূত্রে খবর,জোকা ডিপো থেকে মাঝেরহাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার লাইন পাতার ইস্পাত এসে পৌছে গিয়েছে। আপাতত তা রাখা আছে হাওড়ার শালিমার ও জোকা মেট্রো ডিপোর কাস্টিং ইয়ার্ডে। তাদের লক্ষ্য আগামী ছ’মাসের মধ্যে জোকা ডিপো থেকে তারাতলা অবধি এই লাইন পাতার কাজ শেষ করা। রেল মন্ত্রক চাইছে ২০২১ সালের সেপ্টেম্বর থেকে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলাচল শুরু করে দিতে। সেই কারণেই দীর্ঘ দিনের জটিলতা কাটিয়ে দ্রুত গতিতে চলছে এই কাজ৷