লকডাউন চলাকালীন অসুস্থ মাকে দেখতে ডানকুনি থেকে হাওড়ার সলপে বাপের বাড়ি এসেছিল মেয়ে। সঙ্গে ছিল স্বামী। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ডোমজুর থানার অন্তর্গত সলপ বাজার এলাকায়। গ্রামবাসীদের সাথে ওই পরিবারের প্রথমে বচসা শুরু হয়। এরপর হাতাহাতি মারামারি।অভিযোগ, ভাঙচুর করা হয় ওই পরিবারের বাড়িঘর মোটরবাইক। পাল্টা গ্রামবাসীদের ওপর হামলা চালায় ওই পরিবারের সদস্যরা, এমনই পাল্টা অভিযোগ। মাথা ফাটে দুই গ্রামবাসীর। খবর পেয়ে আসে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। গতকাল সন্ধ্যায় হাওড়ার সলপে স্বামীর বাইকে চেপে বাপের বাড়ি এসেছিলেন সুস্মিতা কয়াল।অভিযোগ তখনই গ্রামের অনেক মানুষ আসে তাদের বাড়ি। হুগলি থেকে কেন এখানে আসা হয়েছে। ছড়াতে পারে করোনা। তাই তাদের তখনি চলে যেতে বলেন সবাই। এ নিয়ে শুরু হয় বচসা। গ্রামের মহিলারা জানান, তারা কোনো ঝামেলা করেননি। শুধুমাত্র তাদের চলে যেতে বলা হয়েছিল। তাতেই তাদের ওপর হামলা চালানো হয়। সুস্মিতা ও তার পরিবারের অভিযোগ এলাকার লোকজন কোনো কথা শুনতে চায়নি। মারধর ও ভাঙচুর চালায়।