বিশ্বজুড়ে চলছে কঠিন মহামারী। দেশজুড়ে লকডাউন।তবু ইফতার উপলক্ষে রাজারহাটের ডিরোজিও মেমোরিয়াল কলেজে আয়োজন করা হল খাদ্য সামগ্রী বিতরণের। দেশজুড়ে লোকডাউনে বহু জায়গায় দেখা গিয়েছে খাদ্য সংকট। তাই ইফতারকে উপলক্ষ করে ডিরোজিও মেমোরিয়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে ইফতারের খাদ্য। খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচলন কমিটির সভাপতি তথা বিধাননগর পুর নিগমের ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জী মহাশয়, মেয়র পরিষদ রহিমা বিবি মন্ডল এবং উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূল পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী।প্রত্যেকের উপস্থিতি এবং সহযোগিতায় প্রায় ৩০০ জন কলেজ ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় শুভ ইফতারের খাদ্য সামগ্রী এবং আন্তরিক শুভেচ্ছা।