হাওড়া : এতদিন বেআইনী মদ বিক্রিতে বাধ সাধতো পুলিশ, কিন্তু এবার মদের দোকানে ঢুকে খরিদ্দারকে সাধতে দেখা গেল পুলিশকে। ঘটনাটি ঘটেছে লিলুয়া থানা এলাকার শলপ চৌরাস্তা থেকে সামান্য দূরের একটি মদের দোকানে। দীর্ঘ লাইন সামলাতে হিমসিম অবস্থার মধ্যে পুলিশই খরিদ্দারের কাছে থেকে টাকা নিয়ে পৌঁছে দিচ্ছে মদের কাউন্টারে। লক ডাউনে সোশ্যাল ডিসটেন্স শিকেয় তুলে কনটাইন্টমেন্ট জোন থেকে রেড জোনে যাতায়াত করে মদ কেনার হিড়িক চলছে হাওড়া শহরে সর্বত্র। মদে মহাবলী হয়ে উঠে করোনা যুদ্ধে জিতে গেলে সূরাপ্রেমীরা। আর সেখানে সহযোগিতার ভূমিকায় খোদ পুলিশ ।