করোনা পরিস্থিতিতেও ভোট নিউ নর্মাল। এমনটাই জানা গেল নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায়। তবে ভোটারের মাস্ক পড়া আবশ্যিক। এবং ভোট প্রদানকারীকে ইভিএম মেশিনের বোতাম টিপতে হবে গ্লাভস পরে। প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে থার্মাল স্ক্রিনিং। ভোটের লাইনে থাকবে ছয় ফুট দূরত্ব। করোনা রোগী এবং আশি বছর উর্ধ্বদের জন্য থাকবে পোস্টাল ব্যালেট। মনোনয়ন পত্রের জন্য অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের জন্য প্রার্থীর সাথে পাঁচ জনের বেশী সদস্য থাকতে পারবে না। জনসভা করতে হবে করোনা বিধি মেনে। এর সাথে ভার্চুয়াল প্রচারেও জোর দিচ্ছে নির্বাচন কমিশন।