করোনার টীকা তৈরির দ্বিতীয় ধাপে সফল হল অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ের কোভিসিল্ড নামক টীকা। বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে মোট ৫ জনের উপর এই টীকা প্রয়োগ করা হয়। এবং জানা যায়, তারা সুস্থ আছেন এবং আর এক মাস পর তাঁদের আরও একটি ডোজ দেওয়া হবে। হাসপাতাল কতৃপক্ষ জানান পুনের ৩২ বছর এবং ৪৮ বছরের দুইজনের ওপর এই প্রতিষেধক প্রয়োগ করা হয়। এবং এর সাহায্যে কতটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে তা নিয়ে পরীক্ষা করে দেখছে স্থানীয় কেইএম হাসপাতাল। এই টীকা প্রয়োগের পর তারা জানান, “জ্বর বা মাথা ব্যথা কিছুই হয়নি। তারা বাড়ি ফিরে কাজ শুরু করে দিয়েছে”। বিদ্যাপীঠ হাসপাতালের অধিকর্তা বলেছেন, ওই দুজনের মধ্যে আর কোনও উপসর্গ দেখা যায়নি। ধীরে ধীরে তারা প্রতি সপ্তাহে ২৫ জনের উপর পরীক্ষামূলক প্রয়োগের কথা ভাবছেন।