লকডাউনের রাতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল নেতা। ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার চার জন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ভাঙড়ের বোদরায়, ভাঙড়ের বোদরা অঞ্চলের সভাপতি তথা উপপ্রধান সাদিকুল দপ্তরিকে লক্ষ্য করে গুলি করে এক দল দুষ্কৃতী। এই ঘটনায় বিজেপি আশ্রিত দুস্কৃতিকারীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন জেলা যুব তৃণমূলের সভাপতি সওকাত মোল্লা, ভাঙড় ১ ব্লক তৃণমূলের সভাপতি শাহজাহান মোল্লা। পুলিশ সূত্রে যেমনটি জানা গিয়েছে, তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চলে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। দুস্কৃতীরা উত্তর ২৪ পরগণা জেলার সোদপুরের বাসীন্দা বলে খবর। দুস্কৃতীদের পিছনে ধাওয়া করে তৃণমূল কর্মীরা চার জনকে ধরে ফেলে। ভাঙড় থানার পুলিশ অভিযুক্ত দের হেপাজাতে নিয়েছে। উদ্ধার করা হয়েছে, একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও একটি ভোজালি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।