সোমবার থেকে নিয়ম মেনে আলোচনার মাধ্যমে ভক্তদের জন্য খুলল ৫১ পীঠের অন্যতম সতীপীঠ বক্রেশ্বর ধাম। বক্রেশ্বর কমিটির সদস্যরা এবং পান্ডারা বিভিন্ন নিয়মাবলী মেনে শর্তসাপেক্ষে খুলেছেন বক্রেশ্বর ধাম। যেখানে মন্দির খুললেও নেই ভক্তদের আনাগোনা। করোনা ভাইরাস এর জেরে ধর্মীয় সমাবেশ রুখতে বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দির ও মসজিদ। আর সেইমতো বীরভূমেও বন্ধ হয়ে গেছিল প্রত্যেকটি সতীপীঠ মন্দির ও মসজিদ। ১লা জুন থেকে রাজ্য সরকারের নির্দেশে তা খুলে দেওয়া হলেও। বন্ধ রয়েছিল তারাপীঠ, বক্রেশ্বর। কিন্তু রবিবার তারাপীঠের বৈঠক হওয়ার পর মন্দির খোলার সিদ্ধান্ত এখনো নেয়নি তারাপীঠ কমিটি। এদিকে এদিনই বক্রেশ্বর মন্দির কমিটির সদস্যরা বৈঠক করে সোমবার সকাল থেকেই নিয়ম মেনে ভক্তদের দর্শনের জন্য খুলে দিলেন বক্রেশ্বর ধাম।