করোনা আবহে কলকাতা শহরে বেসরকারি যে সমস্ত স্কুলগুলি রয়েছে, সেখানে স্কুলের ফি যেন বৃদ্ধি না করা হয় ।সেই নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। গত আড়াই মাস ধরে লকডাউন চলছে এবং তার ফলে অনেকেই যারা বেসরকারি সংস্থায় কাজ করে তাদের চাকরি নেই বা বেতন অনেকাংশেই কমে গেছে ।আর এই পরিস্থিতিতে অভিভাবকদের ওপর যদি স্কুল কর্তৃপক্ষ বাচ্চাদের ফ্রী বৃদ্ধি করে সেখান থেকে অভিভাবকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানান রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন এমন একটি সমাধান বের করা উচিত যার মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে কোন সমস্যার সৃষ্টি না হয়। এবং ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে পঠন-পাঠন করতে পারে।