সাধারণ মানুষের বেকারত্বের প্রতিবাদে ও পুরসভার কর মকুবের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের। মঙ্গলবার নদিয়া কল্যানী পুরসভার সামনে বিজেপির কর্মীরা একে একে জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভ করে। এদিন কল্যাণী পুরসভার শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে করোনা ভাইরাসের জেরে সাধারণ মানুষ যে কর্মহীন হয়ে পড়েছেন তার প্রতিবাদে এবং তার পাশাপাশি পুরসভার কর মুকুবের দাবিতে এই অবস্থান বিক্ষোভ করা হয়। এদিন বিজেপি কর্মীরা সকাল থেকেই ধর্নায় বসেন। বিক্ষোভ সমাবেশকে ছত্রভঙ্গ করতে কল্যাণী থানার পুলিশ এসে তাদেরকে হটিয়ে দেয়ার চেষ্টা করে এবং তাদের উপর লাঠিচার্জ করে বলে জানা যায়। এ ঘটনার জেরে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে নিয়ে যায় কল্যাণী থানার পুলিশ। পরে তাদের জামিনে ছাড়া হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
