শনিবার বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের পরেশ পালের উদ্যোগে আয়োজিত হয় বৃক্ষরোপণ উৎসব। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন এছাড়া ওইদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি জানান ,বিশ্ব পরিবেশ দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। যদিও আমফান ঘূর্ণিঝড়ের জেড়ে শহরে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে ১৫ হাজারের মতো সে ক্ষেত্রে গাছ নষ্ট হওয়ায় আরো ৫০ হাজার গাছ লাগানো হবে এমনটাই জানালেন ফিরহাদ হাকিম ।এছাড়াও এদিন বেলেঘাটায় পরেশ পাল এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবে আসতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করেন তিনি এও জানালেন।