পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা বেড়েছে বিশ্বভারতীতে।তবে এই উত্তেজনার অবসান ঘটিয়ে অবিলম্বে পঠন-পাঠন এবং অন্যান্য কার্যক্রম শুরু করতে হবে। এই প্রসঙ্গে মঙ্গলবার বীরভূম জেলায় কংগ্রেস সিউড়ি বাসস্ট্যান্ডে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করে। পাশাপাশি অবস্থান কর্মসূচি শেষে তারা একটি স্মারকলিপি জমা করে জেলাশাসককে বলেও জানায়। অন্যদিকে জেলার কংগ্রেস সভাপতি সঞ্জয় অধিকারী বলেন , শান্তিনিকেতনে জমির দালালি বন্ধ করতে হবে। বিশ্বভারতীকে প্রাচীর মুক্ত করে রবীন্দ্র চিন্তার উন্মোচন ঘটাতে হবে। সাথে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর হঠকারী সিদ্ধান্ত ও বিজেপি এবং আরএসএস এর দালালি অবিলম্বে বন্ধ করতে হবে।