বিদ্যুত সংযোগের দাবিতে পথ অবরোধ কলকাতা জেলা May 22, 2020BhoomitvLeave a Comment on বিদ্যুত সংযোগের দাবিতে পথ অবরোধ এয়ারপোর্ট আড়াই নম্বর এলাকায় বিদ্যুৎ সংযোগের দাবিতে পথ অবরোধ করে সাধারন মানুষ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্সপেক্টর রাজীব কুমার সিং এবং এসআই অসিত কুমার ঘোষ। দীর্ঘক্ষন অবরোধের পর পুলিশি অনুরোধে সাধারণ মানুষ অবরোধ তুলতে বাধ্য হন।