এসি রিপেয়ারিং-এর কাজ করতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। মৃতের নাম মোহাম্মদ ইসমত পাশা, বয়স ২৪। বাড়ি ভরতপুর থানার অন্তর্গত ভরতপুরের বাঘড়াপাড়া এলাকায়। জানা যায় মৃত ওই যুবক ইলেকট্রিক এসি রিপেয়ারিং-এর কাজ করত। বৃহস্পতিবার দুপুরে কান্দির একটি দোকানে কাজ করতে এসে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান তিনি। কান্দি থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়।