আগামী তিন মাসের ইলেকট্রিক বিল মকুবের দাবিতে প্রতীকী অবস্থান-বিক্ষোভ মুর্শিদাবাদ জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। আগামী তিন মাস ইলেকট্রিক বিল মকুব করতে হবে এটাই মূল দাবি তাদের পাশাপাশি রেশন দুর্নীতি ও বিজেপি নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, এই সমস্ত দাবী নিয়ে পাঁচ তারিখ থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি করে আসছে জেলা বিজেপি। আজ বহরমপুর কাশিমবাজার লাল সড়ক মোড়ে বিজেপি যুব মোর্চার কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতীকী অবস্থান-বিক্ষোভে সামিল হন। অবিলম্বে রাজ্য সরকার সাধারণ মানুষের স্বার্থে তাদের এই দাবি যদি না মানে তাহলে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং এই আন্দোলনকে বুথ স্তর পর্যন্ত ছড়িয়ে দেবেন বলেও জানান বিজেপি যুব মোর্চার নেতা বিশ্বরূপ ঘোষ।