বনগাঁয় হাসপাতালের অস্থায়ী কর্মচারীকে মারধরের ঘটনায় বিজেপি কর্মীদের গ্রেপ্তারের দাবি ও তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মিছিল করে বনগাঁ টাউন হল থেকে মিছিল শুরু হয়l প্রচুর তৃণমূল সমর্থক উপস্থিত হয়েছেন এই মিছিলে। বনগাঁ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শংকর আঢ্য জানান বনগাঁয় বিজেপি অবরোধ করে জনজীবন বিপযস্ত করছে এবং হাসপাতালের অস্থায়ী কর্মীকে যে বিজেপি কর্মীরা মারলো তাঁদের গ্রেপ্তার করা হয়নি l সাংসদ শান্তনু ঠাকুর বনগায় আগুন জ্বালাবেন বলেছেন ক্ষমতা থাকলে বনগাঁয় আগুন জ্বালিয়ে দেখাক সেই আগুনে তিনি নিজে পুড়ে ছারখার হয়ে যাবেন। পুলিশের কাছে আবেদন এই অরাজকতার বিরুদ্ধে ব্যবস্থা নিন l