লেকটাউনে বিজেপির মিছিল আটকাল পুলিশ। বিজেপি নেতা সব্যসাচী দত্ত, কিশোর কর এবং পীযূষ কোরিয়ার ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার শ্যামনগর থেকে লেকটাউন পর্যন্ত ধিক্কার মিছিল আয়োজন করে বিজেপি কর্মী সমর্থকরা। মিছিল কিছুটা এগোতেই আটকে দেয় লেকটাউন থানার পুলিশ। পুলিশের অভিযোগ বিনা অনুমতিতে এই মিছিল আয়োজন করা হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি যতক্ষণ না পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করছে তারা এই ধরনের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে।