কান্দি শহরের এগাড়ো নম্বর রাজ্য সড়কের ওপর যানজট সৃষ্টি। স্থানীয়দের অভিযোগ বিবাদী মোড়ে রাস্তার দুধারে অবলীলায় বাস দাঁড় করিয়ে রাখছে বাস চালকেরা। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়াও এলাকাবাসীর অভিযোগ বাস দাঁড়িয়ে থাকার জন্য কান্দির ঐতিহ্যবাহী বিবাদী মূর্তি দেখা যাচ্ছে না। তাদের দাবি কান্দি পৌরসভার কো-অর্ডিনেটর গৌতম রায় মহাশয় গাড়িগুলি অপসারনের ব্যবস্থা করুক। যদিও প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হলেও এ বিষয়ে লরি এবং বাস সিন্ডিকেট গুরুত্ব দিচ্ছে না বলেও জানিয়েছে তারা। স্থানীয়রা কান্দি থানার পুলিশকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়েছেন।