কমল দত্ত,নদিয়াঃ চৈত্র মাসের শেষের দিকে বাশ বাগান পরিস্কার রাখতে আগুন দেওয়া হয় বাগানে। আর সেই বাশ বাগান পরিস্কার করতে গিয়ে কোনক্রমে আগুন লেগে মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্ধীপ থানার বাবলারী গ্রাম পঞ্চায়েতের দক্ষিন বাবলারীতে।স্থানীয় সুত্রে জানাজায় গতকাল রাতে ওই বিশাল বাশ বাগানে আগুন জালিয়ে তা দেখে শুনে চলে জান বাগান মালিকেরা, এবং কোনক্রমে আগুনের কিছু অংশ থেকে রাত গড়িয়ে ভোর হয়।আর এই বাগানের নোংড়া পরিস্কার করতে এক ব্যক্তি। তিনি পরিস্কার করতে করতে হঠাৎ আগুন লেগে ঝলছে জায় সে।রবিবার সকাল হতেই স্থানীয় খবর দেন থানায় এবং দমকল বিভাগকে।মৃতের নাম হারু দে (৬৬)। ঘটনার তদন্তে নবদ্ধীপ থানার পুলিশ।

1 thought on “বাশ বাগান পরিস্কার করতে গিয়ে আগুন লেগে মৃত্যু”