সোমবার দক্ষিণ কলকাতার বারুইপুর বাইপাসের রাস্তার পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। বাইপাসের রাস্তার পুনর্নির্মাণের শুভ সূচনা করলেন তিনি। এদিন সাংবাদিকদের জানান, আমফান ঘূর্ণিঝড়ের জেরে বেশ কয়েকটি জায়গায় রাস্তার পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। তবে এই পরিস্থিতিতে ধন্যবাদ জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র কে যার কারণ বারুইপুর বাইপাসের এই রাস্তা ভগ্নদশা অবস্থায় পড়ে থাকার জেরে তিনি ইতিমধ্যেই ৭৫ কোটি টাকা দিয়েছেন। অর্থাৎ এদিন ফিরহাদ হাকিম জানান ইতিমধ্যেই বাইপাসের কাজ শুরু করা হবে মূলত ছয় থেকে আট মাস সময় লাগবে পুনর্নির্মাণের কাজের। তবে যত শীঘ্রই সম্ভব সাধারণ মানুষের সমস্যায় পড়তে না হয় অতি দ্রুতই কাজ শুরু করা হবে এমনটাই জানালেন ফিরহাদ হাকিম।