করোনার এই সময় পরীক্ষা কী করে নেওয়া হবে এই নিয়ে চিন্তা পুরো শিক্ষা দফতর। সুপ্রিম কোর্ট থেকে ঘোষণা করা হলো পরীক্ষার দিন। কি রকম ভাবে পরীক্ষা হবে তা নির্ভর করবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওপর। তবে কলেজ এ পরীক্ষা হবে না বলেই জানা যায়। ভার্চুয়ালি ভাবে দিতে হবে সব পরীক্ষা। আগামী ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে ফাইনাল ইয়ারের সমস্ত পরীক্ষা নিতে হবে। জানা গিয়েছে, শিক্ষামন্ত্রী ও উপাচার্যদের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে। এই একমাস সময়ের নিয়ে ফল প্রকার করা হবে বলে সূত্রে জানা যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার আগে যে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সমস্ত সিদ্ধান্ত বাতিল করে নতুন ভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
