শহরতলীতে বাড়ি বিপর্যয় আবারও। রাতভর টানা বৃষ্টিতে ধসে পড়লো বেলেঘাটা অঞ্চলের এক বাড়ি। জানা গেছে চাপা পড়ে মৃত হয়েছেন এক বৃদ্ধা। এবং তার ছেলে আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসারত। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বিভাগ আসেন। স্থানীয় সূত্রে খবর, ভগ্নদশা ওই বাড়িটির বয়স প্রায় দেড়শো বছর। পৌরসভা থেকে বারবার বাড়িটি মেরামতের নোটিশ দিলেও পারিবারিক সমস্যার কারণে সেটা সম্ভব হয়নি। যার ফলে বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বর্তমানে পৌরসভার তরফ থেকে বাড়িটি ভাঙ্গা এবং ওই বৃদ্ধাকে উদ্ধারের কাজ চলছে।
