নিজস্ব সংবাদদাতা : জমায়েত এড়াতে এক নতুন পদক্ষেপ নিল বিধাননগর সিটি পুলিশ। নিউটাউন মৃধা মার্কেটে ভিড় কমাতে লকডাউন চলাকালীন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মার্কেট এলাকার দুই প্রান্ত ব্যারিকেট করে দিল পুলিশ। সমস্ত প্রকার যানবাহন নিষিদ্ধ করা হল সেখানে। বাজার চলাকালীন জমায়েত হঠাতে নিউটাউনের মৃধা মার্কেটে কোনো প্রকার গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না।
সোমবার সকালে নিউটাউন থেকে ভিআইপি রোডের কেষ্টপুরের দিকে যাওয়ার নিউটাউন থানার সীমানায় খাল পারের প্রমোদগরের কাছে রাস্তা ব্যারিকেট করে দেয় পুলিশ। যাতে দুই প্রান্ত থেকে মৃধা মার্কেটে কোনভাবেই কোনোপ্রকার গাড়ি প্রবেশ করতে না পারে। ব্যারিকেট করার পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে।
করোনা নিয়ে সচেতন করতে মাইকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। লকডাউন চলাকালীন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিউটাউন মৃধা মার্কেট এলাকায় সমস্ত প্রকার যানবাহন নিষিদ্ধ করা হয়েছে।