বন্ধ হলো ব্যারাকপুরের একটি বেসরকারী হাসপাতাল। এক রোগী সহ আক্রান্ত ৯ জন। ব্যারাকপুরে বি এম আর সি নার্সিংহোমে ৭ দিন আগে এক ডায়ালসিস পেশেন্ট ভর্তি হয়। পরে সেই রোগীর করোনা পজিটিভ ধরা পড়ে। ওই রোগীর সংস্পর্শে থাকা ৩২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এই ৩২ জনের লালা রস পরীক্ষা করা হলে ৮ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এদের মধ্যে চার জন নার্স, দুইজন টেকনিশিয়ান, দুইজন হাউসকিপিং স্টাফ। এই নার্সিংহোমের গ্রাউন্ড ফ্লোরে যেখানে প্রথমে কোন আক্রান্ত রোগী ভর্তি ছিল সেই ঘরটিকে সিল করে দেওয়া হয়েছে।