ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ভার্চুয়াল সভায় যোগ দিয়ে পুরো দেশকে আত্মনির্ভর হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের শিল্পায়নের শ্লোগান শোনা গেল প্রধানমন্ত্রীর গলায় এরপরই কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি জানান প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় ব্যর্থ তার মধ্যে বাংলায় সমৃদ্ধির স্বপ্ন দেখাচ্ছেন,আত্মনির্ভর হওয়ার কথা বলছেন কিন্তু ভারতের অর্থনীতি করোনা আসার আগেই খারাপ ছিল আর প্রধানমন্ত্রী এখন সব করোনার দোষ হলে চাপিয়ে দিচ্ছেন। নোট বন্দি, জিএসটি নিয়েও প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন অধীর রঞ্জন চৌধুরী।