পৌর প্রশাসক স্বপন নন্দীর উদ্যোগে হসপিটালের গাছ পরিষ্কার কলকাতা June 1, 2020BhoomitvLeave a Comment on পৌর প্রশাসক স্বপন নন্দীর উদ্যোগে হসপিটালের গাছ পরিষ্কার ঝড়ে হসপিটালের গাছ পড়ে যায়।পৌর প্রশাসক স্বপন নন্দী তৎক্ষণাৎ হসপিটালে উপস্থিত হয়ে গাছ কাটার ব্যবস্থা করে। ঝড়ে হসপিটালে ক্ষতি হয় অ্যাম্বুলেন্স এর ক্ষতি হয়। পরিযায়ী শ্রমিকরাও আটকে পড়ে। গাছ পরিষ্কার করে আবার গাছটিকে পুনঃস্থাপন করা হয়।