বড়োবাজার একতামঞ্চের পক্ষ থেকে দুপুর তিনটে নাগাদ বড়বাজারের কলাকার স্ট্রিট এ বিক্ষোভ দেখাল। বেশকিছু চাইনিজ পুতুল ও অন্যান্য চাইনিজ সামগ্রী পুড়িয়ে,এই পোড়ানোর কারণ হিসাবে জানালো আয়োজকরা গত ক’দিন আগে থেকেই চীনের সৈন্যদের অগ্রাসন যেভাবে ভারতের উপর হয়েচলেছে তারই প্রতিবাদে আজ চাইনিজ সামগ্রী পুড়িয়ে প্রতিবাদ ।