পূর্ণিমার ভরা কোটালে ভাঙল মণি নদীর বাঁধ। প্লাবিত রায়দিঘীর কুমড়ো পাড়া ও নন্দকুমারপুর অঞ্চল। বাঁধ ভাঙার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ ২৪ পরগণা জেলা পারিষদ সদস্য তথা মথুরাপুর ২ নং ব্লক সভাপতি অলোক জলদাতা। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমফানে নদীবাঁধ ভেঙেছিল তারপর থেকে সারানো হয়নি বাঁধ। সেজন্য পূর্ণিমার ভরা কোটালে বাঁধের দূর্বল অংশ ভেঙে হু হু করে জল গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। কিছু যুবক বাঁধ মেরামতের চেষ্টা করছে, তাদের আক্ষেপ সরকারি উদ্যোগ ছাড়া একাজ ভালো হবেনা। জেলাপরিষদ সদস্য এলাকা পরিদর্শনের পর জানান, এলাকার ভয়াবহ পরিস্থিতি। ত্রাণসামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজনের মধ্যে বিতরণ করা হয়। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি তারা চিড়ে মুড়ি খেয়ে বাঁধের উপর রয়েছেন। এখন দেখার এ বিষয়ে সরকার কবে হস্তক্ষেপ করেন।