৮ই সেপ্টেম্বর থেকে কলকাতা মেট্রো রেল চালুর সম্ভাবনা। এনিয়েই সোমবার রাজ্য-মেট্রো আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে রেল মন্ত্রকের গাইড লাইনের অপেক্ষায় মেট্রো। মেট্রো চলাচল নিয়ে রাজ্যের কোনো আপত্তি নেই তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সামাজিক দুরত্ব বজায় রেখেই চালানো হবে মেট্রো,জানায় রেল কর্তৃপক্ষ। এই সামাজিক দূরত্ব বজায় রাখা টাই বড় চ্যালেঞ্জ। সবকিছু ঠিক থাকলে ৮ ই সেপ্টেম্বর থেকে চালু করা হবে মেট্রো।
