মদ্যপ অবস্থায় পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির।মৃত ব্যক্তির নাম সন্তোষ বারিক। ঘটনাটি ঘটেছে কান্দি পৌরসভার ২নং ওয়ার্ডের বাঁধাপুকুরে । পরিবার সুত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার মদ্যপ অবস্থায় ওই ব্যাক্তি স্নান করতে নামে পুকুরে। দীর্ঘক্ষণ স্নান করে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ করতে এসে দেখে পুকুরে নেই। পুকুরের পাড়ে জামা প্যান্ট ও মোবাইল রাখা রয়েছে। পরিবারের লোকজনদের সন্দেহ হওয়ায় পুকুরে নেমে খোঁজ শুরু হয় তাতেও খোঁজ না পাওয়ায় সন্ধ্যায় পুকুরে জাল ফেলে ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া।